Coverage Area
উদ্ভাবক পরিচিতি

ডা. পলাশ সরকার, পিএএ
ডিভিএম, এমএসসি
(মাইক্রোবায়োলজি)
বিসিএস (প্রাণিসম্পদ)
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা
তজুমদ্দিন, ভোলা।
মোবাইল: ০১৭৩১৬৭৯৩৬৭
Web: www.dlsai.gov.bd
Email: palash.vs@gmail.com
নাগরিক সেবায় উদ্ভাবনী উদ্যোক্তা ডা. পলাশ সরকার; সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় হতে ডিভিএম কোর্স সম্পন্ন করেন । পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হতে এমএসসি মাইক্রোবায়োলজিতে প্রথম শ্রেণিতে তৃতীয় স্থান অর্জন করেন । তিনি ২৭ তম বিসিএস পরীক্ষায় (মেধা তালিকায় ৭ম) উর্ত্তীণ হয়ে ২০০৮ সালের ১৬ নভেম্বর সরকারি চাকুরীতে যোগদান করেন । বর্তমানে তিনি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন । সরকারি চাকুরীর পূর্বে তিনি আন্তর্জাতিক সংস্থা ডানিডা এবং বেসরকারী সংস্থা ব্র্যাকে চাকুরী করেন ।
ডা. পলাশ সরকার একজন তরুণ প্রতিভাবান উদ্যোক্তা । তিনি মন্ত্রিপরিষদ বিভাগ ও এটুআই প্রোগ্রাম, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক উদ্ভাবনী উদ্যোগের জন্য “সেরা উদ্যোক্তা-২০১৬” পুরস্কারে ভূষিত হন । তিনি Innovation in Public Service, Innovation Project Design, Documentation & Dissemination of Innovation, Cascading of Innovation, Application of Infographics, Documentation Showcasing, Managing Technology for e-Government, National Portal Framework (NPF), Electronic Government Procurement (E-GP) System, Making Video Clips, Service Process Simplification, Procurement of Goods, Works and Servicesসহ বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেন ।
তিনি চীনের 'Nanjing Agricultural University' তে মার্স্টাস ফেলোশীপের জন্য মনোনীত হয়েছিলেন । ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এ তাঁহার গবেষণা প্রবন্ধ পাবলিকেশন হয়েছে ।
তিনি ২০১৯ সালে জাতীয় পর্যায়ে জনপ্রশাসন পদক (স্বর্ণ পদক) পেয়েছেন।