• 150 কৃত্রিম প্রজনন
  • 152 গবাদি পশু তথ্য
  • 0 বাছুর উৎপাদন

  • ১।কৃত্রিম প্রজনন করলে উন্নত জাতের বাছুর হবে এবং ভবিষ্যতে উন্নত জাতের গরু হবে । দুধ ও মাংস বৃদ্ধি পাবে।
  • ২।গাভী/বকনা গরম ( বকনার ক্ষেত্রে প্রথম দুইটি গরম বাদ দিয়ে ) শুরু হওয়ার ১২ হইতে ১৮ ঘণ্টার মধ্যে কৃত্রিম প্রজনন করতে হয়। প্রজননের পর গাভী/বকনাকে কমপক্ষে ১ ঘণ্টা বিশ্রাম দিয়ে ধীরে ধীরে স্বাভাবিক গতিতে বাড়ীতে নিবেন।
  • ৩।পুনরায় গরম না হলে ৩ মাস পর ভেটেরিনারি চিকিৎসক/মাঠ সহকারী (এআই)/এআইটেকনিশিয়ান দ্বারা গাভীটিকে গর্ভ পরীক্ষা করে নিশ্চিত হবেন।
  • ৪।যে সকল গাভী প্রজননতন্ত্রে ব্যাধিগ্রস্থ , স্বাভাবিক পাল রাখেনা, পরপর ০৩ (তিন) বার পাল দিয়েও গর্ভধারণ করেনা, বয়োপ্রাপ্ত হয়ে প্রজননে উদ্যমহীন অবস্থায় থাকে (ডাক আসে) সেই সকল গাভীগুলিকে নিকটস্থ ভেটেরিনারি চিকিৎসালয়ে উপযুক্ত চিকিৎসার দ্বারা গর্ভধারণের জন্য সক্ষম করে তোলা যেতে পারে ।
  • ৫।নবজাতক উন্নত জাতের বাছুরকে স্বাস্থ্যবান ও রোগমুক্ত রাখার জন্য অবশ্যই গাবা (কাঁচি) দুধ খাওয়াতে হবে। বাছুরটি যাতে তাড়াতাড়ি বড় হয় তার জন্য প্রতিদিন ১-২ লিটার মায়ের দুধ সরবরাহ করতে হয়। বাছুরের স্বাস্থ্য রক্ষার জন্য ০৩ (তিন) মাস বয়সে কৃমিনাশক ওষুধ ও ০৬ (ছয়) মাস বয়স হইতে রোগ প্রতিষেধক টিকা দিতে হইবে ।
  • ৬।গর্ভবতী গাভী/বকনার গর্ভস্থ বাচ্চা দিন দিন বেড়ে উঠায় তাদেরকে এই সম্য প্রচুর কাঁচা ঘাস ও পরিমিত সুষম খাদ্য (কুড়া, ভূষি, খৈল, লবন ইত্যাদি) সরবরাহ করতে হবে।
  • ৭।কার্ডটি ভালভাবে সংরক্ষন করুন। কারন প্রজনকৃত গাভীর বাচ্চাটি বকনা বাছুর হলে এবং তার দৈনিক দুধ উৎপাদন মায়ের চেয়ে বেশি হলে নিশ্চিত হতে পারবেন যে উৎপাদিত বাছুরটির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। বিষয়টি প্রজননকারীকে অবহিত করবেন।
  • ৮।প্রজননকৃত গাভী/বকনা বিক্রয় বা হস্তান্তরের সময় এই কার্ডটিও হস্তান্তর করতে হবে।
  • ৯।কার্ডটি হারিয়ে গেলে/ ক্ষতিগ্রস্ত হলে সংশ্লিষ্ট এআই কর্মীর নিকট থেকে তথ্যসহ নতুন কার্ড সংগ্রহ করতে হবে।